শিরোনামঃ-

» বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিইসিতে শতভাগ সাফল্য

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ জেএসসি ও পিএসসি পরীক্ষা ২০১৭ এ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ শতভাগ সাফল্য অর্জন করেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন- কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

এসময় তিনি বলেন- এ প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পিছনে নিয়মশৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আগামীতে আরো ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যক্ষ শিক্ষার মান ও নৈতিক শিক্ষায় সিলেটের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডি সহ-সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

পিইসি পরীক্ষায় ২১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই আশানুরূপ লাভ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন, এ গ্রেড পেয়েছে ৮৯ জন, এ মাইনাস পেয়েছে ৯ জন, বি পেয়েছে ১ জন ও সি পেয়েছে ১ জন।

জেএসসি পরীক্ষায় ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই আশানুরূপ সাফল্য লাভ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন, এ গ্রেড পেয়েছে ১১৮ জন, এ মাইনাস পেয়েছে ২৫ জন, বি পেয়েছে ৪ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930