শিরোনামঃ-

» জে.এস.সি ও পি.এস.সিতে সাফল্যের রেকর্ড গড়েছে মুহিবুর রহমান একাডেমি

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ এবারের জে এস সি ও পি এস সি ২০১৭ পরীক্ষায় সাফল্যের রেকর্ড গড়েছে নগরীর দরগামহল্লাস্থ সিলেট মুহিবুর রহমান একাডেমি।

তাই এ ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করেছে উল্লাস আর উদ্যমী উৎসব। শিক্ষার্থী আর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন- প্রাপ্ত ফলাফলে।

এবারের জে এস সি ও পি এস সি পরীক্ষায়  মুহিবুর রহমান একাডেমি শতভাগ সাফল্য অর্জনে বাজিমাত করেছে। জি এস সি তে এবার প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এই অসাধারণ কৃতিত্বের সাফল্যের বাজিমাত দেখিয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ন পরিবেশে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান এ ফলাফল ঘোষনা করেন।

এ প্রতিষ্ঠানে জি এস সি তে ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে, এর মধ্যে জে এস সি তে জিপিএ-৫ পেয়েছে ৬জন, তাছাড়া জিপিএ ৪ পেয়েছেন- ১৩জন  ফলাফল অনুপাতে এপ্লাস পেয়েছে- ৩২% এবং জিপিএ ৪ পেয়েছে ৬৮% এবং এমাইনাস পেয়েছে- ১৮%  পিএসিতে ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে সবাই পাশ করেছে এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৪জন ফলাফল অনুপাতে এপ্লাস পেয়েছে ২০% এবং জিপিএ ৪ পেয়েছে- ৬২% এ মাইনাস পেয়েছে- ১৮% জে এস সি ও পিএসিতে পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৪ জন পাশের হার শতভাগ ।

উক্ত ফলাফলে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের ব্যতিক্রমী ও প্রযুক্তি ভিত্তিক পাঠদান পদ্ধতির প্রশংসা করেন। কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুহিবুর রহমান বলেন- সিলেটের প্রথম নতুনধারার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ একাডেমির পথচলা। তিনি বলেন- মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের সাফল্যের পথ শাণিত করে দেয় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে।

তিনি সকল শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন- একাডেমির প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মো. ইনঞ্জিয়িার মিজানুর রহমান সহ-শিক্ষক শিক্ষিকা, অভিবাবক সহ প্রমুখ শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

একাডেমির প্রিন্সিপাল নুরুল ইসলাম তার প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন- একাডেমির এই সাফল্যের পিছনে রয়েছে একটি সম্মিলিত প্রয়াস।

তবে ছাত্র-ছাত্রীদের শতভাগ ক্লাশে এবং পরীক্ষায় উপস্থিতি আর টেস্ট পরীক্ষার পর ফাইনালের আগ পর্যন্ত যত্ন সহকারে বিশেষ পাঠদান একটি উল্লেখ যোগ্য বিষয় বলে আমি মনে করি।

এদিকে একাডেমির এমন সাফল্যে শিক্ষার্থী অভিবাবকদের অভিনন্দন জানিয়েছেন- সিলেট কমার্স কলেজ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930