শিরোনামঃ-

» আওয়ামীলীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

ধর্মপাশা প্রতিনিধিঃ সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কেননা আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে।

তিনি বলেন- আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়ন হবেনা। উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে।

তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আওয়ামীলীগকে আবারও নির্বাচিত করতে হবে। দলকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।

তিনি শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গোলাপপুর বাজারে পথ সভায় একথা বলেন।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুুল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শহিদউল্লার পরিচালনায় পথ সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, সিদ্দিকুর রহমান, দুলু মিয়া, সিরাজ মিয়া, হেলু মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, যুবলীগ নেতা এমরান হোসেন, ছাত্রলীগে নেতা আহসান হাবীব, ইউসূফ আলী, উপ-সাহিত্য সম্পাদক রুকন মিয়া, জামালগঞ্জ উপজেলা মৎস জীবিলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, আকিকুর রহমান চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহাবুব আলম তালুকদার, জয়াশীষ দাস লিটন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031