শিরোনামঃ-

» বই মানুষের পরম বন্ধু : মেয়র আরিফ

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ জসিম উদ্দিন। একজন বইপ্রেমীক। ফুটপাতেই ছিল তাঁর বই মেলা। বই বিক্রি করেই চলে জসিমের সংসার। জসিম সবার প্রিয় একজন বই বিক্রেতা। ক্রেতাদের পছন্দের বই বিক্রি করাই জসিমের নেশা। তাইতো শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সনামধন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রিয় জসিম বুক হাউস। শুধু শিক্ষকরাই নন; জসিম বুক হাউসে দেখে যায় সিলেটের খ্যাতিমান কবি সাহিত্যিক এবং রাজনৈতিক নেতাদের। ফুটপাতই ছিল জসিমের রুটিরুজর আশ্রয়স্থল।

তবে সিলেট সিটি কর্পোরেশন ফুটপাত উচ্ছেদ করলে জসিমের বই বিক্রিতে পড়ে ভাটা। অসহায় জসিম অনেকটাই কষ্টে দিনানিপাত করতে হয়। কিন্তু তা বেশি দিন স্থায়ী ছিল না। সিলেটের রাজনৈনিক নেতা, কবি, সাহিত্যিকরা জসিমের পাশে দাঁড়ান। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

অবশেষে বিষয়টিকে গুরুত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব। তাঁদের সুদৃষ্টির কারণে অবশেষে জসিম বুক হাউসের ঠাঁই হয় নগরের আম্বরখানাস্থ সিটি কর্পোরেশনের ভূমিতে। সেই ভূমিতে জসিম উদ্দিন করতে পেরেছেন তাঁর সংসারের চালিকা শক্তির জসিম বুক হাউস নামের আপন ঠিকানা।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে ফিতা কেটে জসিম বুক হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, মহানগর আওয়ামী লীগের সহসধারণ সম্পাদক ও রেডক্রিসেন্টের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সাবিনা আনেয়ার, সিনিয়র সাংবাদিক আ ফ ম সাঈদ, ছামির মাহমুদ, শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ, ইয়াহইয়া ফজল, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরুল হক শিপু, সিলেট সংবাদ এজেন্ট অলমগীর এন্টপ্রাইজের সত্বাধিকারী হাফিজ উল্লাহ, কবি সিরাজ উদ্দিন শিরুল, সিলেট জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদির ভূইয়া, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভিপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান, ফায়জুর রহমান, বাশিরুল আলিম, হোসাইন মো. ফাহিম, নাওয়াজ মারজান, মিনহাজ ফয়সল, ইবাদ বিন সিদ্দিক, সাদিকুর রহমান, হাফিজ উল্লাহ ফরহাদ, সৈয়দ এমদাদুল হক জুনেদ, সৈয়দ জুমন, ফটো সাংবাদিক মিঠু দাস জয়, জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- বই মানুষের পরম বন্ধু, বইয়ের আমারও একটা বিশেষ দুর্বলতা আছে। এ দৃষ্টিকোন থেকে জসিমের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তিনি এ ব্যবসার সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে জসিমের ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031