শিরোনামঃ-

» রোটারেক্ট ক্লাব অব সিলেট সাউথ সিটি’র যাত্রা শুরু

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ রোটারেক্ট ক্লাব অব সিলেট সাউথ সিটি-এর প্রথম ইয়ার লাঞ্চিং অনুষ্ঠান শুক্রবার (১৮ আগস্ট) সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রোটারেক্ট আন্দোলনের যাত্রা শুরু করে। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রো. এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন চার্টার মেম্বার মোকরামিন আহমদ সায়মন। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন সেক্রেটারী লোকমান হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের এডিটর জসিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী রিয়াজ উদ্দীন বাবুল, ফাইনেন্স ডিরেক্টর হামিদুুর রহমান।

বক্তব্য রাখেন- বিভিন্ন ক্লাব থেকে আগত সেক্রেটারীদের মধ্য থেকে মাসুুদ, সাবিত সায়মন, রজীব আহমদ, রাজীব দাস, প্রেসিডেন্টদের মধ্য থেকে রিনা বেগম, রুহুল আমিন কমল, জাকির আহমদ, হুমায়ন রশীদ শাহীন, আবুল হোসেন প্রমুখ।

এরপর ক্লাব সার্ভিস প্রোগ্রাম পরিচালনা করেন লাহিন আহমদ।

ডিস্ট্রিক্ট হাই অফিসিয়াল এবং এ্ক্স রোটারেক্টরদের মধ্যে বক্তব্য রাখেন- সদ্য সাবেক জেলা রোটারেক্ট প্রতিনিধি রো.শাহ জুনেদ আলী, এক্স-রো. ইমরান চৌধুরী, এক্স রো. এস এম জাকারিয়া, এক্স রো. আবুল হোসেন, এক্স রো. শিশির সরকার, রো. এস রহমান সায়েফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রো. রফিকুল আলম, রো. পরিমল পাল, রিজিওনাল রিপ্রেজেন্টিভ রো. জুবায়ের, রো. মাহমুদুল হাসান, ডি আর আর স্পেশাল রিপ্রেজেন্টিভ সুমন পাটোয়ারী, এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রো. রাশেদুজ্জামন রাশেদ, জোনাল রিপ্রেজেন্টিভ রো. চাঁদনি, রো. মাসুদুর রহমান মাসুদ, রো. খয়রুল ইসলাম কামরুল।

অনুষ্ঠানে রো. শাহ জুনেদ আলী একঝাঁক  নবাগত তরুনদের রোটারেক্ট প্রত্যয় পাঠ করিয়ে রোটারেক্ট আন্দোলনে নতুন সদস্য হিসেবে তাদের বরণ করে নেন।

নতুন সদস্যদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন মোছাৎ ফৌজিয়া বেগম।

সার্জেন্ট রিপোর্ট পেশ করেন ক্লাবের চীফ সার্জেন্ট এট আর্মস এম হোসেইন আহমদ ও আসলাম উদ্দিন।

উল্লেখ্য যে, অত্র ক্লাবের বর্তমান চার্টার সেক্রেটারি রো. লোকমান হোসেনকে রোটাবর্ষ ২০১৮-১৯ এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31