শিরোনামঃ-

» চীনে আন্তর্জাতিক উশু কোচেস ট্রেনিং প্রোগ্রামে সিলেটের আনোয়ার হোসেনের কোচেস সনদ লাভ

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ ইন্টারন্যাশনাল উশু ফেডারেশনের IWUF এর উদ্যোগে চীনের মেকাও শহরে ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ইন্টারন্যাশনাল উশু কোচেস ট্রেনিংয়ে বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে আগত ১২০ জন কোচেস এ ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন।

সেখানে বাংলাদেশ থেকে তাউলুতে ৪ জন, সান্দাতে ৪ জন সহ মোট ৮ জনের একটি টিম অংশগ্রহণ করেন। সেখানে সিলেটের আনোয়ার হোসেনের তাউলু বিভাগে অংশগ্রহণ করে সাফল্যের সহিত আন্তর্জাতিক কোচেস সনদ লাভ করেন।

IWUF টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের চেন গোরং হাত থেকে আনোয়ার হোসেন এই সনদ নেন। তিনি ছাড়াও বাংলাদেশের আরো ৭ জন এ ট্রেনিংয়ের সনদ লাভ করেন।

আনোয়ার হোসেন সুস্থ্যভাবে এই ট্রেনিং সম্পন্ন করায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং তিনি বাংলাদেশের উশু এসোসিয়েশন, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ সহ সিলেটবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উশু কোচ আনোয়ার হোসেন এক বার্তায় বলেন- বাংলাদেশে উশুকে এগিয়ে নিতে আমার এই অর্জন কাজে লাগাবো। যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬০ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31