শিরোনামঃ-

» জাতীয় উশু প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সিলেট জেলা উশু এসোসিয়েশনের সংবর্ধনা

প্রকাশিত: ১২. জুন. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ শেখ রাসেল ১২তম জাতীয় উশু প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান সিলেট জেলা উশু এসোসিয়েশনের উদ্যোগে রোববার (১১ জুন) নগরীর মাছিমপুর ছড়ারপাড়স্থ সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে অনুষ্ঠিত হয়।

জাতীয় উশু কোচ ও জাজ, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও চাইনিজ উশু ফাইটার স্কুলের সহকারি প্রশিক্ষক মহসিন আহমদ ও সিনিয়র সদস্য বদরুজ্জামান রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, সিলেট মহানগরের সভাপতি, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র বলেন- সিলেটের জন্য এটা অনেক বড় অর্জন।

আমি আশা করি আগামীতে এভাবে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ছেলে মেয়েরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে। ২০১০ সালে ১১তম এসএ গেমস সিলেট বিকেএসপিতে উশুতে দু’টি স্বর্ণপদক লাভ করে।

এতে উশু বাংলাদেশের মুখ উজ্জল করেছে, আমি নিজে এ জয় দেখেছি। আমি আশা করি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে সিলেট জেলা উশুর খেলোয়াড়রা। সিলেট উশু এসোসিয়েশনকে এগিয়ে নিতে যতটুকু সহযোগিতা দরকার তিনি তা করবেন বলে এ আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে জাতীয় উশু কোচ ও জাজ, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন- এ অল্প সময় প্রশিক্ষণের মধ্যে তাদের এই অর্জন করতে সফল হয়েছে।

যদি আমরা দীর্ঘ সময় নিয়ে একটি ক্যাম্প প্রশিক্ষণের ব্যবস্থা বা আয়োজন করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ ইন্সট্রুমেন্ট, ইনডোর এবং ম্যাট পাই তাহলে আরও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে নিয়ে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসা যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার এসোসিয়েশনের সহ-সভাপতি আলা উদ্দিন বাদশা, সিলেট বাংলা নিউজ ডটকমের সম্পাদক ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. কামাল আহমদ, সাবেক মেডিকেল এসিসট্যান্ট এএমসি আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জালাল উদ্দিন, রকিবুল হাসান সজিব, ছাতক মহাবিদ্যালয়ের লেকচারার দিপালী রানী দাস, রুবেল রাজ।

আরো উপস্থিত ছিলেন- নুরুল ইসলাম, শাহরিয়ার, রাজন তালুকদার, সাদিয়া আক্তার ইমরানা, ফাহিমা আক্তার, শাহিনুজ্জামান শিপলু প্রমূখ।

উক্ত উশু চ্যাম্পিয়ানশীপে তাইচি জিহান ও তাইজিতে গোল্ড ও সিলভার পায় দিপ্তী দাস চারু, নান্দাওতে ব্রোঞ্জ পায় শান্তা দাস চৈতি, তাইচি জিহানে ব্রোঞ্জ পায় অমর হায়দার রিজন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সিলেট জেলা উশু এসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031