শিরোনামঃ-

» অর্থমন্ত্রীর মাধ্যমে সরকারের নিকট মদন মোহন কলেজের সম্পদ হস্তান্তর

প্রকাশিত: ০৮. জুন. ২০১৭ | বৃহস্পতিবার

জুনেল আহমদ আরিফঃ সিলেটের স্বনামধন্য মদনমোহন কলেজের সরকারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর উপলক্ষে ডিড্ অব গিফট নিবন্ধণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টায় মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী ও কলেজ গভর্ণিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিত এমপি।

মদনমোহন কলেজ সরকারীকরনের দাবি ছিল বহুদিনের। ২০১৬ সালের ২১ জানুয়ারি মদন মোহন কলেজের দুই দিন ব্যাপী ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনেকের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছিলেন- যেখানে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী আছেন সেখানে এ কলেজকে সরকারিকরণ করতে কোন অসুবিধা নেই।

প্রধানমন্ত্রী তখন বলেছিলেন- সরকার প্রত্যেক উপজেলার একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অচিরেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর তখনকার ঘোষণা বর্তমানে বাস্তবায়ন হচ্ছে। পরে শিক্ষা অধিদফতরের কর্মকর্তাগণ মদনমোহন কলেজ পরিদর্শণ করেন। তারপর জাতীয় পর্যায়ে কলেজ সরকারীকরণের তালিকায় মদনমোহন কলেজের নাম অন্তর্ভূক্ত হয়।

১৯৪০ সালের জানুয়ারি থেকে সিলেট শহরের লামাবাজারে এক বিঘা জমির উপর মদনমোহন কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজের প্রতিষ্ঠাতা মোহিনীমোহন দাস ও গোপেন্দ্র মোহন দাস। তারা তাদের পিতার স্মৃতি রক্ষার্থে ১ বিঘা জমি ও নগদ বারো হাজার টাকার ওপর পিতা মদনমোহন দাসের নামে ১৯৪০ সালের জানুয়ারিতে মদন মোহন কলেজ প্রতিষ্ঠা করেন।

১৯৪০ সালের ১৫ জুলাই কলেজ এর নামে ভূমির দলিল ও নগদ টাকা আনুষ্ঠানিকভাবে সম্পাদিত হয়। মদনমোহন কলেজ অনেক ত্যাগ তিতীক্ষার পর বর্তমানে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে।

এ কলেজে বর্তমানে ৯ থেকে ১০ হাজার পর্যন্ত শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বর্তমানে এ কলেজে অনার্স ও মাস্টার্স পর্যন্ত শিক্ষাগ্রহণ করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এ কলেজ থেকে জ্ঞান অর্জন ও ডিগ্রী গ্রহণ করেছেন।

২০১৬ সালের ২২ জানুয়ারি কলেজের ৭৫ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও কলেজের প্রাক্তন ছাত্র বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি এ কলেজকে সরকারীকরনের আশ্বাসের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930