শিরোনামঃ-

» আজাদ কাপ উদ্বোধনে এসে মেয়র কাপের ঘোষণা দিলেন আরিফ

প্রকাশিত: ০৬. জুন. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ পেশাদার আর সৌখিন সাটলারদের মিলনমেলা বসেছে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ ঘিরে এই মিলন মেলা।

সোমবার (৫ জুন) রাত ১১টায় ‘কাউন্সিলর আজাদ কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এর আগে সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়দের পক্ষ থেকে আরিফুল হক চৌধুরীর কাছে তুলে ধরা হয় দু’টি দাবি। দাবিগুলোর মধ্যে ছিল ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য দুইটি ম্যাট ও একটি টুর্নামেন্টের আয়োজন।

ব্যাডমিন্টনপ্রেমীদের এ দাবির প্রতি একাত্মতা পোষণ করেন টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদও। আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রেক্ষাপট তুলে ধরে তিনি মেয়রকে অনুরোধ জানান ক্রীড়া কমপ্লেক্সের দুইটি কোর্টে ম্যাট উপহার দেয়ার।

এজন্য প্রয়োজনে তার ওয়ার্ডের কোন উন্নয়ন কাজের বরাদ্দ বাতিল করে হলেও এ ম্যাট প্রদানের অনুরোধ জানান তিনি। অবশ্য ম্যাটের জন্য শেষ পর্যন্ত কাউন্সিলর আজাদের ওয়ার্ডের কোন উন্নয়ন কর্মকান্ড বাতিল করতে হয়নি।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আরিফ ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য দুইটি ম্যাট উপহার দেয়ার ঘোষণা দেন। একই সাথে তিনি ঈদের পর মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনেরও ঘোষণা দেন।

মেয়র আরিফের মুখ থেকে এমন ঘোষণা আসার সাথে সাথে ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা করতালির মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা জানান।

টুর্নামেন্টের আয়োজক সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জ্জি, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার জহর চৌধুরী বাবু, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, জাতীয় ব্যাডমিন্টন আম্পায়ার প্রদীপ সিংহ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, কাউন্সিলর আজাদ কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টে পেশাদার ও সৌখিন এ দুই গ্রুপে শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930