শিরোনামঃ-

» তামিমের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিত: ২৭. মে. ২০১৭ | শনিবার

স্পোর্টস ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের সেঞ্চুরিতে বাংলাদেশ বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে।

শনিবার (২৭ মে) বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা। দলীয় ২৯ রানে সৌম্য সরকারের বিদায়ের পর ১৬৯ রানে শাদাব খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। তার ৬২ বলে করা ৬১ রানের ইনিংসটি ৮টি চারে সাজানো। সর্বশেষ ১০২ রানে শাদাব খানের বলে ক্যাচ দিয়ে আউট হন তামিম ইকবাল।

এখন পর্যন্ত ৩৯ ওভারে চার উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে টাইগাররা।

এদিকে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থেকেই প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করছে বাংলাদেশ।

এছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। যে কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়েই টাইগাররা পাকিস্তানিদের মোকাবেলা করবে বলে ধারণা সবার।

পাকিস্তানের পর আগামী ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিন লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ৫ ও ৯ জুন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031