শিরোনামঃ-

» জাতীয় উশু জাজেস্ লাইসেন্স পেলেন সিলেটের মো. আনোয়ার হোসেন

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার

নিজস্ব রিপোর্টারঃ বাংলাদেশ উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উশুর প্রতিষ্ঠাতা আলমগীর শাহ্ ভুইয়ার কাছ থেকে ‘বি গ্রেড’ পেয়ে লাইসেন্স পেয়েছেন সিলেটের জাতীয় উশু কোচ ও জাজ এবং সিলেটের জেলা উশু এসোসিয়েশন সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন।

তিনি গত ২১ থেকে ২৩ এপ্রিল ৩ দিনব্যাপী জাতীয় উশু কোচ ও জাজেস প্রশিক্ষণ কর্মসূচী-২০১৭ এর সমপনী অনুষ্ঠানে এ লাইসেন্স এবং সার্কিটিফিকেট গ্রহণ করেন।

এ সময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান- বাংলাদেশ উশু এসোসিয়েশন এর সহ-সভাপতি এডভোকেট কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজেএমসি উশু কোচ দুলাল হোসেন-কে ও বিকেএসপি উশু কোচ রেজাউর রহমান রাজু এবং তামিম স্যার সহ কর্মকর্তাবৃন্দকে।

তিনি আরো বলেন- আমার এই অর্জন দেশে এবং আন্তর্জাতিক ভাবে যেন এই শিক্ষা কাজে লাগাতে পারি। স্যার মো. আনোয়ার হোসেন সিলেটের উশু জাজ ও কোচদের উদ্দেশ্যে তিনি বলেন- উশুতে জাতীয় ভাবে যারা লাইন্সে পেয়েছেন দেলোয়ার হোসেন, জিহান আহমদ, রুবেল মিয়া, তিজান আহমদ, এমদাদুল হক, নুরুল ইসলাম, সাফায়েত উল্লাহ, আলমগীর হোসেন, আমার উশু কোচ ও জাজরা, আপনারা আপনাদের এই শিক্ষাকে শহর ও গ্রামে ছড়িয়ে দেবেন এবং বিচারক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031