শিরোনামঃ-

» সিলেটের নিজদলইকান্দি বালুমহাল ইজারায় হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার

ডেস্ক সংবাদঃ সিলেট জেলার সুরমা নদীস্থ নিজ দলইকান্দি বালুমহাল ইজারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করেছেন হাইকোর্ট। এলাকার জনমানুষের স্বার্থে কানাইঘাট উপজেলার ছত্রপুর গ্রামের জনৈক ফজলে হক সম্প্রতি হাইকোর্টে ২৮৫৭/১৬নং রিট পিটিশন দাখিল করেন।

শুনানী শেষে বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।

এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সুরমা নদীর নিজদলইকান্দি বালুমহালটির ইজারা প্রক্রিয়া চলমান থাকায় এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে তারা জানান, সুরমা নদীর নিজদলইকান্দি বালুমহাল ইজারা প্রদান করা হলে সুরমা নদীর তীরবর্তী মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ, বাজার, ব্রীজ-কালভার্ট, সরকারী ও বেসরকারী বহু স্থাপনা ধ্বসে পড়ার আশংকা রয়েছে।

পাশাপাশি নদীভাঙ্গনের কবলে পড়ে পাউবোর বেড়ীবাঁধ ধ্বসে বিস্তর এলাকা প্লাবিত হয়ে কৃষিসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হতে পারে।

তাই এলাকাবাসী জনস্বার্থে মহামান্য হাইকোর্টে রীট দাখিল করে নিষেধাজ্ঞা চেয়েছেন। হাইকোর্ট ইজারা প্রদানে নিষেধাজ্ঞা জারি করলেও একটি মহল নানা ছলচাতুরীর মাধ্যমে নিজদলইকান্দি বালুমহালটি ইজারা নেয়ার চেষ্টা চালাচ্ছে।

স্মারকলিপিতে অবিলম্বে সুরমা নদীর নিজদলইকান্দি বালুমহালের ইজারা প্রক্রিয়া বন্ধের জোর দাবি জানানো হয়। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস ও আরডিসি বিজেন ব্যানার্জি’র সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলে কোনভাবেই নিজদলইকান্দি বালুমহাল ইজারা দেয়া হবে না। তারা সংশ্লিষ্টদের হাইকোর্টের আদেশ জেলা প্রশাসক কার্যালয়ে দাখিলপূর্বক তাদের অবহিত করার পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031