শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জে সংখ্যালঘুদের উপর মিথ্যা মামলা খারিজ

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ষ্টাফ রিপোর্টারঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটি ভূমিখেকো চক্র বিগত ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে ফেঞ্চগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ৬, ধারা ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৭৯, ১১৪ দন্ডবিধি যার জিআর মামলা নং ১০০, ১৫।

মামলাটি সিলেট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে মিথ্যা প্রমানিত হওয়ায় বিচারক শারমিন খানম লীলা গত বৃহস্পতিবার খারিজ করে দেন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিলেট বারের আইনজীবি শংকর লাল দাশ।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছয়ত্রিষ গ্রামের মোহাম্মদ শফিকুর রহমানের পুত্র মিছবাহ উদ্দিন গং কুশিয়ারা নদীর তীর পাশে গয়াসী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ভূমি জোরপূর্বক ও নির্যাতনের মাধ্যমে জাল দলিলাদী তৈরী করে দখল করা চেষ্টা চালায়।

সংখ্যালঘু সম্প্রদায়ের তুমুল বাঁধার মুখে ব্যর্থ হয়ে ফিরে এসে সংখ্যালগু সম্প্রদায়ের ৩৯ জন সহ আরো অজ্ঞাত নামা ১৫/২০ জনকে আসামী করে থানায় মামলা রেকর্ড করেন।

এ ব্যাপারে আসামী পক্ষ গত বছর সিলেট প্রেস ক্লাব ও জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। যা স্থানীয় ও জাতীয় অনেক পত্রিকায় প্রকাশ পায়। মিছবাহ উদ্দিন গং এভাবে তইবুন নেছা বাদী হয়ে ১৪ জনকে আসামী করে ৫৫,২০১৫ এক সি-আর মামলা দায়ের করেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাও খারিজ করেন।

মিছবাহ উদ্দিন বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে ৮৫/১৫ নন জিয়ার আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে আরো একটি মামলা শিব্বির আহমদের দায়ের করা জিয়ার ১০১/১৫।যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এভাবে মিছবাহ উদ্দিন গং, একরে পর এক মামলা দিয়ে সংখ্যালগু সম্প্রদায় কে বাড়ী থেকে তাড়িয়ে তাদের সম্পত্তি দখল, শ্মশান ঘাট দখলের চেষ্টা ও খেতের ধান কেটে নিয়ে যায়।

সংখ্যালঘু সম্প্রদায় মিছবাহ উদ্দিন গংদের বিরুদ্ধে সরকারের জনপ্রতিনিধি ও আইনশৃংখলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031