শিরোনামঃ-

» একুশে পদকপ্রাপ্ত কবি দিলওয়ারের পুত্র শাহীন ইবনে দিলওয়ার এর মতবিনিময়

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ষ্টাফ রিপোর্টারঃ সিলেটের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন সোনালী স্বপ্ন পরিষদ সিলেটের উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের জ্যোষ্ঠ পুত্র নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক শাহীন ইবনে দিলওয়ারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিষদের সভাপতি সুজন তালুকদার এবং পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাজিব পাল ও যুগ্ম-সাধারণ সম্পাদক দীপক অধিকারীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক কমিশনার জগদীশ চন্দ্র দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজের অধ্যাপক এডভোকেট সুয়েব আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেটের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, শহর যুবলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম বুলু, সিলেট বাংলা নিউজ ডটকমের সম্পাদক মো. কামাল আহমদ, হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ।

মতবিনিসভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শাহেদ আহমদ। ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজির হোসেন লাহিন, সহ-সম্পাদক খলিলুল ইসলাম আশা, ল’ কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ফারহান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সুরঞ্জিত তালুকদার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি শংকর চন্দ্র বৈষ্ণব, সহ-সভাপতি ছায়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন আব্দুল্লাহ, সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুনজিৎ সরকার, লিটন পাল, দিরাই এসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন, প্রেরণা ৭১ এর সভাপতি মবরুর আহমদ সাজু, চাঁদের হাট সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহাদাত হেসেন, সবুজ বাংলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কবি দিলওয়ার সারা জীবন অসাম্প্রদায়িক নিপিড়িত, নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করেছেন। কবি দিলওয়ার সাদামাটা জীবন যাপন করেছে।

বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজটির নাম কবি দিলওয়ারের নামে নামকরণ করার জন্য প্রস্তাব করেন এবং কবি দিলওয়ারের সম্পর্কে নতুন প্রজন্মকে জানার এবং চর্চা করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031