শিরোনামঃ-

» সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৭ সনের বাজেট ঘোষণা

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টার:: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৭ সনের বাজেট ঘোষণা করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি থেকে প্রেরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বারের ২নং হল রুমে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা এর সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু ও এডভোকেট মোহাম্মদ আকমল খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির ২০১৭ সনের জন্য ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৪৫৬ টাকার বাজেট ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ। সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদের উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন এডভোকেট খোন্দকার মুবাশির আলী, মো. আখতার হোসেন খান, মো. রাজ উদ্দিন, মো. মিনহাজ উদ্দিন খান, মো. আব্দুল ওদুদ, আব্দুল মালিক, আশিক উদ্দিন আশুক, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল কুদ্দুছ, মো. ওবায়দুর রহমান, এ টি এম ফয়েজ উদ্দিন, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), মো. জহুরুল ইসলাম, সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), শামিম আহমদ সিদ্দিকী, মো. কামাল হোসেইন, আবুল খায়ের হেলাল আহমদ, মো. ফজলুল হক সেলিম, মো. বদরুল আহমদ চৌধুরী, মো. জোবায়ের বখত জুবের, জোহরা জেসমিন, মুহাম্মদ নাজমুল হোসাইন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি-১ এডভোকেট মো. সামছুল হক ও সহ-সভাপতি-২ এডভোকেট জেবুন নাহার সেলিম সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, সহ-সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ শিপন ও সহ-সম্পাদক এডভোকেট প্রবাল চৌধুরী (পূজন), লাইব্রেরী সম্পাদক এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী, সহ-সম্পাদক এডভোকেট দিলরুবা বেগম কাকলী, সদস্য এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, এডভোকেট এ এস এম আব্দুল গফুর, এডভোকেট আক্তার উদ্দিন আহমদ টিটু, এডভোকেট এ কে এম ফখরুল ইসলাম, এডভোকেট আব্দুল মুতলিব চৌধুরী, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরীসহ ৮ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৪৫৬ টাকা আয়, ৩ কোটি ১ লক্ষ ১০ হাজার ৮৩৭ টাকা ব্যয় এবং ৪১ লক্ষ ৭৩ হাজার ৬১৮ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত ও গৃহীত হয়।

বাজেট সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল করিম আকবরী এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সন্তুষ কান্তি ভট্টাচার্য।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031