শিরোনামঃ-

» জীবন থেকে পাওয়া কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

সাহিত্য-পাতা সংবাদ:: কবি আমিনা বেগমের প্রথম কাব্যগ্রন্থ ‘জীবন থেকে পাওয়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সোমবার বিকেলে কুশিঘাটের ইনুর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সচেতন উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২২ ২৩ ও ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহা কবির শেপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষক আব্দুল বাছিত, কবি তবারক আলী, কবি রেনুফা রাখি, ডা. এম এ গফুর, এলাকার মুরব্বী আব্দুস শুকুর, স্থানীয় যুবক কয়েছ আহমদ সাগর, টুলটিকর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আয়শা সিদ্দিকা, সাজু আহমদ ও কবি আমিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি কবি কামাল আহমদ ও ফাহিম আহমদের যৌথ উপস্থাপনায় এবং সমাজ সচেতন উন্নয়ন সংস্থার সভাপতি ইমতিয়াজ রহমান ইনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটভিউ২৪ডটকম ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার মো. এনামুল কবীর, ফটো সাংবাদিক আনোয়ার হোসেন।

সভায় বক্তারা বইটির বহুল প্রচার ও আমিনা বেগমের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, মৌরিন আক্তার, রুমা বেগম, মোহনা আক্তার মারজিয়া, ফারিহা, নাহিদা আক্তার, শাহরিয়ার, মিজানুর রহমান, সাদিয়া আক্তার, বাবলী আক্তার, তিন্নী, জোবায়দা বেগম আঁখী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031