শিরোনামঃ-

» উশু আলমগীর হোসাইনকে সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার স্কুল কর্তৃক বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগে ব্লাক বেল্ট সদস্য ও জাতীয় উশু কোচ এবং জাজ মো. আলমগীর হোসাইনকে বিদেশ যাত্রা উপলক্ষ্যে শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় সিলেট জেলা ষ্টেডিয়ামে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মৃত্তিকা থিয়েটারের নাট্যকর্মী ও উশু সংগঠক রুবেল রাজের উপস্থাপনায় চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক স্যার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ-সভাপতি সমাজসেবক মো. আলাউদ্দিন বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিলাদ ড্রিংকিং ওয়াটারের সত্বাধিকারী হাজী মিলাদ আহমদ, জাস্ট ডান্স বাংলা গ্রুপের পরিচালক জাহিদ আহমদ রুবেল, নাট্যকর্মী ও মডেল রাজা চৌধুরী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহকারী প্রশিক্ষক দেলোয়ার হোসেন টাইগার।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন বাদশা বলেন, মানুষের স্বাভাবিক জীবন পরিচালনার ক্ষেত্রে এ ধরনের উশু প্রশিক্ষণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিরাট ভূমিকা পালন করছে। বিদায়ী কোচ ও জাজ মো. আলমগীর হোসেনের বিদেশ যাত্রায় মঙ্গল কামনা করেন। যদিও তাঁর অবর্তমানে ক্লাবের একটি অপুরণীয় ক্ষতি হয়ে গেল, তারপরও এগিয়ে যেতে হবে। সুন্দর একটি সমাজ গড়ার লক্ষ্যে এ রকম প্রশিক্ষণ আরো বেশী পরিমাণ বৃদ্ধি করতে হবে। অদুর ভবিষ্যতে এই ক্লাবের সাফল্য বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সমাদৃত হবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সিলেটের উশু প্রতিষ্ঠাতা স্যার মো. আনোয়ার হোসেন বলেন, বিদায়ী ব্লাক বেল্ট সদস্য ও জাতীয় উশু কোচ এবং জাজ মো. আলমগীর হোসাইন আমাদের ক্লাবে দীর্ঘ ১০ বছর যাবত অত্যন্ত সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষণার্থী থাকাকালে তিনি অনেক মেধা ও যোগ্যতার প্রমান রেখেছেন।

আজ তিনি প্রবাসে চলে যাচ্ছেন, রেখে যাচ্ছেন তাঁর অনেক কৃতকর্ম। এই ক্লাবের সাফল্যের পেছনে তাঁর একটি বিশাল অবদান রয়েছে। ভবিষ্যতে এই ক্লাবের যারা সদস্য হবেন তাঁরা কোনভাবেই মো. আলমগীর হোসেনের অবদান এড়িয়ে যেতে পারবে না।

আমাদের এক উজ্জল নক্ষত্রকে হারাতে বসেছি। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে, বাস্তবতার নিরিখেই তাঁকে বিদায় দিতে হচ্ছে। তাঁর বিদায়ে মর্মাহত হয়ে কবির ভাষায় তিনি বলেন, “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- উশু প্রশিক্ষণার্থী সামিয়ান আহমেদ।

আরো উপস্থিত ছিলেন- চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্লাক বেল্ট সদস্য জাতীয় উশু জাজ এবং কোচ মহসিন আহমদ, রাকিব আহমদ সজিব, জিহান আহমদ, কাইফ আহমদ রুবেল, তিজান আহমদ, নুরুল হাসান, আলমগীর হোসেন আকাশ, জাকারিয়া আহমদ, এমদাদুল হক, তামীম আহমদ।

চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- বদরুজ্জামান রাজু, চিম্নয়, সানি, শ্রেয়া, সালমা, সাদিয়া, শাহরিয়ার, সাইফুল ইসলাম, সাদি, মিরাজুল ইসলাম, নাফিজা, তামান্না প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031