শিরোনামঃ-

» রাগীব আলীর জালিয়াতি ও ভূমি দখল সংক্রান্ত দেওয়ান মোস্তাক মজিদ কারগারে

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির পৃথক মামলায় কথিত দানবীর ও চা-কর শিল্পপতি রাগীব আলীর এক আত্মীয়কে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার নাম দেওয়ান মোস্তাক মজিদ।

সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরো সোমবার (১০অক্টোবর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পিপি শামসুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে কাগজ সৃষ্টি করে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাত, বিক্রি ও স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাগীব আলী ও তার স্বজনদের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলার শুনানি ছিল সোমবার।

মামরার প্রধান আসামী ও তার ছেলের অনুপস্থিতিতে এসময় আদালতে আত্মসমর্পন করে রাগীব আলীর ঘনিষ্ট আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ। তিনি আদাক্ষতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে আসামিপক্ষে জামিনের শুনানি করেন সিলেট জেলা বারের অ্যাডভোকেট আবদুল খালিক, রেজাউল করিম, এমাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, মাহফুজুর রহমান ও জসিম উদ্দিন প্রমুখ।

জানা গেছে, বিংশ শতাব্দির আশির দশকে দিনাজপুরের একটি ইসলামী পাঠাগারের নামে মাত্র ৩ শতক ভূমি বরাদ্দের জন্য আদেশ হয় ভূমি ন্ত্রণালয়ের। এ আদেশের স্মারক জাল করে রাগীব আলী জাল কাগজপত্র তৈরী করে সিলেটের তারাপুর চা বাগানের হাজার কোটি টাকা মূল্যের ৪২২.৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল, ক্রয়-বিক্রয়ের ও স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিযে নেন রাগীব আলী।

জালিয়াতির এ ঘটনায় সিলেট সদর সহকারী কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা ২০০৩ সালে সিলেট কোতয়ালী থানায় পৃথক মামলা করেন। মামলার রায়ে রাগীব আলী তার পূত্র আব্দুল হাই, আত্বীয় মোস্তাক মজিদসহ কয়েকজনকে আসামী করা হয়। পরে মামলা দু’টি ফ্রিজিং করে দেয়া হয়।

সম্প্রতি মামলা দু’টির কার্যক্রম ফের চালু হলে গত ১০ আগস্ট রাগীব আলী,তার ছেলে, মেয়ে জামাতা ও আত্ময়সহ ৬ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওইদিনই প্রতিবেশী ভারতে পাড়ি জমান রাগীব আলী, তার পুত্র আব্দুল হাই সহ কয়েকজন আসামী।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031