শিরোনামঃ-

» সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ঢাকায় বিকল, ঘরমুখো মানুষের ভোগান্তি

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিনিধি উবায়দুর রহমান সজিবঃ সিলেটগামী একটি ট্রেন ঢাকার বিমানবন্দর স্টেশনে বিকল হয়ে পড়ায় ঈদ সামনে রেখে টেনের যাত্রী ঘরমুখো হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

রবিবার সকাল পৌনে ৭টায় সিলেটের কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়া ১৫ মিনিটের মাথায় পারাবাত এক্সপ্রেসের দুটি কোচের ‘এয়ার প্রেসার ব্রেক আউট’ হয়ে যায়। কিছুক্ষণ পর খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসও বিমানবন্দর স্টেশনের আগে ক্ষিলখেতে একই সমস্যায় পড়ে।

এতে অন্তত ১১টি ট্রেনের সূচিতে কয়েক ঘণ্টার বিলম্ব হয়; কমলাপুর স্টেশনে বিভিন্ন গন্তব্যের অপেক্ষমাণ হাজার হাজার যাত্রী পড়েন ভোগান্তিতে। পারাবতের পেছনেই আটকা পড়ে থাকে সকাল ৭টায় কমলাপুর ছেড়ে আসা সোনারবাংলা এক্সপ্রেস; তেজগাঁও স্টেশনে বসে থাকে তিস্তা এক্সপ্রেস।

এছাড়া রাজশাহীর ধুমকেতু এক্সপ্রেস, চট্টগ্রামের মহানগর প্রভাতী, নেত্রকোণার মোহনগঞ্জের মহুয়া এক্সপ্রেস, চট্টগ্রামের কর্ণফুলি এক্সপ্রেস, দেওয়ানগঞ্জের ঈদ স্পেশাল, গাজীপুরের জয়দেবপুর এক্সপ্রেস, জামালপুরের তারাকান্দির অগ্নিবীণা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও দিনাজপুরের একতা এক্সপ্রেসকে কমলাপুর স্টেশনের বসে থাকতে হয়।

প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ২টি ট্রেনের পারাবতের ‘এয়ার প্রেসার ব্রেক’ ঠিক করে দেওয়ার পর ফের ট্রেন ছেড়ে যেতে শুরু করে। কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী  সকাল ৯টায় জানান, “পারাবত ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভ্যাকুয়াম সমস্যার কারণে আটকে থাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার লাইন ‘ব্লক’ হয়ে যায়।

“এ কারণে তিস্তা তেজগাঁওয়ে ও সোনারবাংলা খিলক্ষেতে আটকে পড়ে। এছাড়া আরও অন্তত ৭টি ট্রেন কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।” এর মধ্যে সকাল ৯টার রংপুর এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায় বেলা সোয়া ১২টায় এবং সকাল ১০টার একতা এক্সপ্রেস ছেড়ে যায় বেলা পৌনে ১২টায়।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, চট্টগ্রামের মহানগর প্রভাতি, মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস, চট্টগ্রামের কর্ণফুলি এক্সপ্রেস, দেওয়ানগঞ্জের ঈদ স্পেশাল, গাজীপুরের জয়দেবপুর এক্সপ্রেস  এবং  তারাকান্দি রুটের অগ্নিবীণা এক্সপ্রেস নিধারিত সময়ের পর ছেড়ে যায়।

এর মধ্যে ধুমকেতু আগের দিনেও দেরি করে ছেড়েছে। রোববারও ভোর ৬টায় এই ট্রেনের কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৭টার আগে স্টেশনে এসে পৌঁছাতে  পারেনি।পরে এটি প্রায় ৪ ঘণ্টা বিলম্বে সকাল পৌনে ১০টায় কমলাপুর ছেড়ে যায়।

উত্তরার গৃহিনী ফেরদৌসী পারভিন সন্তানদের নিয়ে যাবেন রাজশাহী। কমলাপুর থেকে উঠলে সিট পাবেন না ভেবে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে উঠে কমলাপুরে এসেছেন।

তিনি বললেন, “বাড়ি যেতে খুব মন করে। কিন্তু পথের এ ভোগান্তির কথা ভাবলে আর যেতে ইচ্ছে করে না।

সকাল সাড়ে ৮টার দেওয়ানগঞ্জ স্পেশালের আবদুর রহমান শিপন সপরিবারে সাড়ে ৭টায় স্টেশনে এসেছেন। নিধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তির কথা বললেন তিনিও: “এখানে প্রচণ্ড গরম। বাচ্চারা খুব কান্নাকাটি করছে। কখন ছাড়বে বলতে পারছি না। আমাদের কেউ কিছু বলছেওনা।”

পরে বেলা ১১টা ২৫ মিনিটে প্রায় তিন ঘণ্টা দেরি করে ট্রেনটি কমলাপুর ছেড়ে যায়। ৯টা ২৫ মিনিটের অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়ে যায় বেলা সাড়ে ১১টায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930