শিরোনামঃ-

» প্লেনের ডানায় আগুন লাগার পর কি অবস্থা হয়েছিল যাত্রীদের (ভিডিও)

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার অল্পের জন্য রক্ষা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের  ২৯৫ জন আরোহী।

ভারতের কেরালা  থেকে যাওয়া ফ্লাইটটি দুপুর পৌনে ১ টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে। ফ্লাইট ইকে-৫২১ দুবাই এয়ারপোর্টে অবতরণের সঙ্গে সঙ্গে এর একটি পাখায় আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বিমান থেকে নিরাপদে নেমে পড়তে সক্ষম হন যাত্রীরা।

এ সময় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে করে সবাই প্লেন থেকে নেমে আসেন।

সিবিএসএন যাত্রীদের সেই আতঙ্কের মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে। এনডিটিভি জানিয়েছে, বিমানে থাকা ২৯৫ জন আরোহীর মধ্যে ভারতীয় ছিলেন ২২৬ জন। পাখায় আগুন ধরার পাশাপাশি এক পর্যায়ে ইঞ্জিনও বন্ধ হয়ে যায় বিমানটির।

দুর্ঘটনার পর এক টুইট বার্তায় এমিরেটস জানিয়েছে, প্লেনের সব আরোহী নিরাপদে আছেন। প্লেন থেকে বের হয় এক যাত্রী বলেন, আচমকাই দুর্ঘটনা। আগুন ছড়িয়ে পড়ে কেবিনে। তবে মিনিট খানেকের মধ্যেই সবাই নিরাপদে বের হয়ে আসেন।

এমিরেটসের পক্ষ থেকে বলা হয়, কোনও রকম যান্ত্রিক গোলযোগ আগে থেকে ছিল বলে টের পাননি পাইলট। রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি গোলযোগ টের পান।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল। কিন্তু এত দ্রুত দুর্ঘটনাটি ঘটে যায় যে যাত্রীদের সাবধান করারও সুযোগ পাওয়া যায়নি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জরুরি-দরজা দিয়ে সব যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়। উদ্ধারকার্য চলার সময়েই ভস্মীভূত হয় প্লেনটি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031