শিরোনামঃ-

» মৃত ২ শিশুর পরিবারকে ২০ লাখ টাকা দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ম্যানহোলে প্রাণ হারানো ২ শিশু জুনায়েদ সাব্বির ও সানজিদার প্রত্যেক পরিবারকে কেন ২০ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ম্যানহোল ও সুয়ারেজ লাইনের ঢাকনা ১৫ দিনের মধ্যে সঠিকভাবে প্রতিস্থাপনের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আদালত উভয় সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে আদালতের আদেশ প্রতিপালন সংক্রান্ত রিপোর্টসহ আগামী ১০ অক্টোবর ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।
স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ডিসিসি দক্ষিণ ও উত্তরের মেয়রদ্বয়, পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের আইজীবী সৈয়দা শাহিন আরা লাইলী রিট আবেদনটি দায়ের করেন।
পরে এখলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমরা আদালতকে বলেছি, গত ২২ জুলাই মিরপুর কমার্স কলেজ সংলগ্ন সুয়ারেজ লাইনে পড়ে শিশু জুনায়েদ সাব্বির এবং ১৫ জুলাই মহাখালীর বাস টার্মিনালের পেছনে সুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদার মৃত্যু হয়। ঢাকা শহরের অধিকাংশ ম্যানহোল ও সুয়ারেজ লাইন অরক্ষিত থাকায় বহু পথচারী আহত হয় এবং বিপদে পড়ে। আদালত আমাদের বক্তব্য আমলে নিয়ে এ আদেশ দেয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031