শিরোনামঃ-

» আজ একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমের শেষ তারিখ

প্রকাশিত: ৩০. জুন. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ আজ বৃহস্পতিবার। ক্লাস শুরু হবে ১০ জুলাই। তবে বিলম্ব ফি সহ কলেজে ভর্তি হওয়া যাবে আগামী ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হবে না, তাদের জন্যই মূলত বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ রাখা হয়েছে। কিন্তু ৩০ জুনের পর আরেকটা তালিকা প্রকাশ করা হবে নাকি, ভর্তি উন্মুক্ত করে দেয়া হবে, তা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা করছেন, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পরও আবেদনকারীদের মধ্যে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী ভর্তির বাইরে রয়ে গেছে। এ ছাড়া কিছু শিক্ষার্থী আছে যারা আবেদনই করেনি।
এর আগে গত ১৬ জুন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৮ জুন দ্বিতীয় অপেক্ষমাণ মেধাক্রম প্রকাশ করা হয়।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য আবেদন করে ১৩ লাখ ১ হাজার ৯৯ জন। আর ১ লাখ ৫৪ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী আবেদন করেনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031