শিরোনামঃ-

» খালেদা জিয়া জাতির সঙ্গে মশকরা করেছেন : হাছান মাহমুদ

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া ৯২ দিন যে আগুন সন্ত্রাস করেছে তাতে মানুষ, পশুপাখি, গাছপালা থেকে কিছুই রক্ষা পায় নাই।

নিজের ছেলে ও তার দলের দুর্নীতি ঢাকার জন্য খালেদা জিয়া গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতির সঙ্গে মশকরা করেছেন।’

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিভিন্ন নামে গুপ্তহত্যা, খুন ও অপকর্মের প্রতিবাদে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি এতিমের টাকা চুরি করার জন্য তার বিরুদ্ধে এখনও মামলা চলছে।

তাই তাকে বলবো কথা-বার্তা সাবধানে বলবেন। নিজেদের দুর্নীতি ঢাকার জন্য অন্যকে অপবাদ দিবেন না।

সাবেক এই বনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে পেট্রল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অনেক মানুষ আগুনে ঝলসে গেছে। ধ্বংস হয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি।

বায়তুল মোকাররম মসজিদে তার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে ও পবিত্র কোরআন শরিফ পোড়ানো হয়েছে। সুতরাং তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য ১ নম্বার হুমকি।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, যখন দেশে কোনও হত্যাকাণ্ড সংঘটিত হয়, তখন অন্যান্যদের মতো খালেদা জিয়াও বিবৃতি দিয়ে বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে হাছান মাহমুদ বলেন, ‘আপনিতো পেট্রল বোমা বাহিনীর প্রধান নেত্রী।’ হরর মুভির নায়িকাকেও হার মানিয়ে দেশের সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা মেরেছেন।

দেশের জিডিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর উচ্চ জিডিপি অর্জনকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

তবে এ বছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার সৌওরাভ হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031