শিরোনামঃ-

» বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে তথ্য প্রদান করলো ফেসবুক

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ প্রযুক্তি ডেস্কঃ সরকারের অনুরোধে সাড়া দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গত বছরের শেষ ছ’মাসে ১২টি অনুরোধের মাধ্যমে ৩১ জনের তথ্য চাইলেও মাত্র ১৬ দশমিক ৬, ৭ শতাংশ তথ্য বাংলাদেশকে দেওয়া হয়েছে বলে ফেসবুকের গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্টে জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ফেইসবুক কর্তৃপক্ষ ৪টি ‘কনটেন্ট’ দেখার সুযোগ বন্ধ করেছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কনটেন্ট সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি ফেসবুক।

এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩৭ জন ব্যবহারকারীরর তথ্য চেয়েছিলো বাংলাদেশ কিন্তু ফেসবুক সে তথ্য দেয়নি।

গত বছর ২ বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধের যুক্তিতে ১৮ নভেম্বর থেকে ২২ দিন ফেসবুক বন্ধ রাখে বাংলাদেশ।

এ নিয়ে ফেসবুকের সঙ্গে দেনদরবার হয় সরকারের।ফেসবুক থেকে প্রতিনিধি বাংলাদেশ ঘুরে যাওয়ার পর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠক করেছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31