শিরোনামঃ-

» সিলেটে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ফ্রিতে সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজঃ সপ্তাহব্যাপী ফ্রি চলচ্চিত্র প্রদর্শনী দেশের সব ধরনের দর্শকের কাছে আধুনিক, আন্তর্জাতিকমানের চলচ্চিত্র বিষয়ে ধারণা দেয়া, দর্শককে সুস্থ ধারার চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

রবিবার থেকে সারাদেশে বিনা টিকেটে মাসব্যাপী দর্শকদের কাছে জাজ মাল্টিমিডিয়ার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের চতুষ্টয় (বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ) এর আয়োজনে সিলেটে সপ্তাহব্যাপী ফ্রিতে চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

এ উপলক্ষে আগামীকাল ৩০ শে এপ্রিল ২০১৬ ইং শনিবার বিকাল ৪ ঘটিকায় সিলেটের জিন্দাবারস্থ নজরুল একাডেমীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে চতুষ্টয় (বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ, সিলেট)।

উক্ত উদ্বোধনীও আলোচনা সভায় সিলেটের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে এ ব্যাতিক্রমী কার্যক্রম উদ্বোধন করবেন।

অনুষ্টানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য চতুষ্টয় (বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সমন্বয় পরিষদ, সিলেট) এর পক্ষ্ থেকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য সপ্তাহব্যাপী ফ্রিতে যে সকল কেন্দ্রে চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

২ মে দুপুর ২ ঘটিকা- সিনেমাঃ দেশা দ্যা লিডার, স্থানঃ লিডিং ইউনিভার্সিটি, সিলেট।

তত্ত্বাবধানেঃ রোটারেক্ট ক্লাব অব লিডিং ইউনিভার্স।

৩ মে সময় বিকাল ৫ ঘটিকা- সিনেমাঃ আশিকী, স্থানঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।

তত্ত্বাবধানেঃ কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ।

৪ মে সময় দুপুর ১ ঘটিকা- সিনেমাঃ দেশা দ্যা লিডার, স্থানঃ নর্থ ইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।

তত্ত্বাবধানেঃ নর্থ ইস্ট ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাব।

৬ মে বিকাল ৩ ঘটিকা ও ৫ ঘটিকা-সিনেমাঃ দেশা দ্যা লিডার, স্থানঃ শাবিপ্রবি।

তত্ত্বাবধানেঃ চোখ ফিলিম সোসাইটি, শাবিপ্রবি।

৭ মে সময় সকাল ১১ ঘটিকা- সিনেমাঃ দেশা দ্যা লিডার, স্থানঃ শাহজালাল সিটি কলেজ।

তরুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে সকল প্রদর্শনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকলের জন্য বিনামুল্যে প্রদর্শন করা হবে, সেই সাথে থাকছে ফ্রি স্প্রাইট সরবরাহের ব্যবস্থা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930