- স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের নতুন কমিটির অনুমোদন
- সিলেট নগরীর জিন্দাবাজারে মন্দিরে জায়গা দখল চেষ্টার ঘটনায় অবশেষে মামলা
- সিলেটে পুলিশের গুলীতে নিহত পংকজ কুমার করের পরিবারের পাশে জামায়াত
- মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে নবীন বরণ
- সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী
- ফেনীর পরশুরামে সিলেট মিলেনিয়াম ব্যাচের অর্থ সহায়তা
- বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মরহুম সোলেমান বকস্ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কৃষ্ণ কুমার পাল চৌধুরী একজন ক্ষণজন্মা মহর্ষি : অধ্যাপক মোহাম্মদ সফিক
» একুশের আলোকে নাট্য প্রদর্শনীর পর্দা নামছে আজ
প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার
আবের পাঙ্খা লৈয়ার সফল মঞ্চায়ন। আজ “সুখের খোঁজে সুখলাল”
ডেস্ক নিউজঃ
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনী শেষ হচ্ছে আজ।
গত ২৭ ফেব্রুয়ারী ১০ দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের এর পৃষ্ঠপোষকতায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়ন হয়।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশিষ্ট নাট্যকার বিদ্যুৎ কর রচিত ও রজত কান্তি গুপ্ত নির্দেশিত “সুখের খোঁজে সুখলাল” নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপ্তি হবে।
বিকাল ৪টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, এনডিসি।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ সন্মাননা প্রদান করা হবে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদান রাখা সারদা স্মৃতি ভবন প্রতিষ্ঠাতা দাতা পরিবার কে।এছাড়াও নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নাট্য পরিষদ সন্মাননা পাবেন প্রবীন নাট্যজন এডভোকেট লুৎফুল মজিদ চৌধুরী। অংশগ্রহণকারী নাট্য দল সমূহকে দেয়া হবে উৎসব স্মারক।
একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিনে মঞ্চস্থ হয় নাটক “আবের পাঙ্খা লৈয়া”।
নাটকটিতে অনেকদিন পর ফিরে আসে কোহিলউদ্দিন, ৭০ বছর বয়সে, দেশের একমুঠো মাটি নিয়ে যাবে বলে। যা থাকবে তার কবরে, আটলান্টিকের ঐ পাড়ে। শেষরাত্রিন বিজন কোলাহলে মৈকুনের কবর থেকে একদলা মাটি তুলতে গিয়ে কোহিলউদ্দিনের স্মৃতিপটে ভিড় করা দৃশ্যের অভিঘাত তাঁকে এক অসামান্য বোঝাপড়ার মুখোমুখি দাঁড় করায়।
প্রযোজনা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ। অভিনয়ে অর্ধেন্দু দাশ, রতন দেব, অভিজিৎ দাস, ধ্রুব গৌতম, বিপ্রেশ দাশ বায়রন, সন্দীপ দেব, কাজী আলফাজ, নিখিল সিংহ, সুমাইয়া বিনতে সেলিম, মাহাদি হাসান আরমান (মুন্না), অভ্রভেদী সন্দীপ, দেবেশ তালুকদার, ইউসুফ আহমদ, স্ট্রেলা রিম ফলিয়া, তালাত মজিদ হিমেল, মো. গোলাম কিবরিয়া, সিদ্ধার্থ দে, নির্জন চন্দ্র রায় তীব্র, সুস্মিতা বিশ্বাস অথৈ, রচনা বদরুজ্জামান আলমগীর, নির্দেশনা রতন দেব, মঞ্চ পরিকল্পনা অর্ধেন্দু দাশ, আলো খোয়াজ রহিম সবুজ, আবহ সংগীত মারজান চৌধুরী,পোশাক অভিজিৎ দাস, দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা বিপ্রেশ দাশ বায়রন, মহড়া ব্যবস্থাপনা সুমাইয়া বিনতে সেলিম, প্রযোজনা অধিকর্তা অভিজিৎ দাস, সার্বিক তত্ত্বাবধানে এনায়েত হাসান মানিক, দেবব্রত পাল মিন্টু।
নাটক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় নাট্য দল সন্মাননা জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও পরিচালক অনুপ কুমার দেব। উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু।
সিলেটের নাট্যমোদী দর্শকের পদচারণায় কবি নজরুল অডিটোরিয়াম এখন মুখরিত।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সহ সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের সমাপনী অনুষ্ঠান ও সমাপনি দিনের নাটক দেখার আমন্ত্রণ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক