» পাইলট স্কুলে পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার  অভিভাবকদের উদ্যোগে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলজার আহমদ খান।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে।

শিক্ষার্থীদের জীবন দক্ষতা অর্জন করে বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে দেশকে এগিয়ে নিযে যেতে হবে।

শিক্ষার্থীদের মেধার বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের শিক্ষিকা শিলা সাহা ও অভিভাবক এম এ শাকুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জহুর আহমদ, হাফিজ মশহুদ চৌধুরী, জয়নাল আবেদীন খান, শেফালী সুলতানা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এ তফাদার রুহেল, মির্জা শরিফ উদ্দিন, বাদল চন্দ্র বর্মণ, মাশুক মিয়া, আব্দুস সালাম খান, শওকত হোসেন, মনি রায়, রঞ্জনা সিনহা, পঙ্কজ সংকর, পরশ রায়, স্বদেশ পাল, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930