শিরোনামঃ-

» খ্যাতিমান সাংবাদিক মাহফুজুল হক খান আর নেই

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের বার্তা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খন্ডকালীন শিক্ষক মাহফুজুল হক খান  মঙ্গলবার বেলা পৌনে ১২টার সময় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে … … রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
বাদ আসর লালমাটিয়া এফ ব্লকে বিবি মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোক বার্তায় মাহফুজুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় তারা বলেন, ‘মাহফুজুল হক খানের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত।
তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট সাংবাদিক ও খাঁটি ট্রেড ইউনিয়নিস্টকে হারালো।’ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহফুজুল হক খান বরিশালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী লীগ থেকে তদানিন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31