শিরোনামঃ-

» নকশী বাংলা ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার

সেলাই প্রশিক্ষণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : রেজাউল হাসান কয়েস লোদী

নিউজ ডেস্কঃ
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পুরুষের পাশাপাশি নারীদের ও এগিয়ে যেতে হবে।

নিজে কিছু করার জন্য আগে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বাড়াতে হবে। এজন্য সেলাই প্রশিক্ষণ খুবই গুরুত্বপর্ণ। সেলাই প্রশিক্ষণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখে।

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নারীরা সমাজে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।

সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং নিজেদের জন্য একটি স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারে। নকশী বাংলা ফাউন্ডেশন যেভাবে নারীদের ফ্রী সেলাই প্রশিক্ষণ এর উদ্যোগ নিয়েছে এ জন্য নকশী বাংলা ফাউন্ডেশন অবশ্যই প্রশংসার দাবিদার।

শনিবার (৫ জুলাই) বিকাল ৩ টায় নগরীর আম্বরখানাস্থ গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে নকশী বাংলা ফাউন্ডেশনের আয়োজনে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ এর গুরুত্ব শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

নকশী বাংলা ফাউন্ডেশন এর সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ইউরো বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা এম এ আলিম, উপদেষ্টা মোহাইমিন চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, পাঠাগার সম্পাদক মো: একরাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য: নকশী বাংলা ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংস্থা হিসেবে দীর্ঘদিন থেকে সমাজের অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্রী সেলাই প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031