শিরোনামঃ-

» আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচার করতে হবে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রকাশিত: ০৯. মে. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন,  জুলাই-আগষ্টসহ বিগত পনের বছরে আওয়ামী লীগের অপরাধের ব্যাপকতা ও মাত্রা এতো বেশি যে, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না। এটা বরং ভয়ংকর অপরাধীদের একটি অপরাধচক্র। তাই এদেরকে রাজনীতি করতে দেয়ার কোন সুযোগ নাই।

এদেরকে রাজনীতি করতে দেয়ার মানে একটি ভয়ংকর অপরাধীচক্রকে আবারো নির্মমতা চালানোর সুযোগ করে দেয়া।

ইসলাম বিরোধী নারী নীতিমালা বাতিল, শাপলা ও জুলাই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, দূর্নীতিবাজদের বিচার এবং নির্বাচনে অযোগ্য ঘোষনা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (৯ মে) রাত ৮টায় ওয়ার্ড কার্যালয়ে শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ডা. রিয়াজ বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কুরআন-হাদীস ও এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

নারী কমিশনের প্রস্তাবনায় যৌনকর্মে নিষ্পেষিত নারীদের রক্ষার বদলে তার ওপরে চলা নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে এক বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে।

নারীর সাথে এই ধরণের নির্মমতার প্রস্তাব যে কমিশন করে তাদের কমিশন বাতিল করতেই হবে।

তিনি বলেন, মায়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব আমাদেরকে সন্দিহান করে তুলেছে।

তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরী তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ কোন কল্যাণ নিশ্চিত করতে পারবে না।

১৪নং ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসাইন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, দপ্তর সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন জাকির সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30