শিরোনামঃ-

» ধ্বংসকৃত শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

প্রকাশিত: ০৯. মে. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও শাহ খুরুম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

স্বৈরাচার আওয়ামী শাসনামলে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আওয়ামী শাসনামলে দেশের সব স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসায় দলীয়করণ করা হয়েছে।

আওয়ামী শাসনামলে পাঠ্যপুস্তকে দেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছে।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির ভূমিকা ছিলে অপরিসিম। কারণ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।

দেশের শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৪নং দফার আলোকে বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি শুক্রবার (৯ মে) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অপটিক নাসিং ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নাসিংয়ের পরিচালক সাঈদ আহমদ আলালের সভাপতিত্বে ও চৈতী দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন খোকন চৌধুরী।

বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, হেডম্যান একাডেমি সিলেট শাখার ফ্যাকাল্টি মেম্বার জহুর আলী, প্রতিষ্ঠানেরর শিক্ষক শেখ রবিউল ইসলাম, জুয়েল রানা, এবি শাহাদাত প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30