শিরোনামঃ-

» অযৌক্তিক ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে সিলেটে এনডিএফ এর মশাল মিছিল

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৫ | বুধবার

ডেস্ক নিউজঃ
আইএমএফ এর শর্ত পূরণে সরকার কর্তৃক অযৌক্তিক ভাবে শত পণ্যের উপর আরোপিত ভ্যাট বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৫ জানুয়ারি’২৫ সন্ধ্যা ৬টায় সুরমা পয়েন্ট হতে মশাল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এনডিএফ সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, এনডিএফ শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর), দক্ষিণ সুরমা উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, মীরের চক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদসহ প্রমূখ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি-মদ্রাস্ফীতি, দফায় দফায় গ্যাস-বিদ্যুত-পানির মূল্য বৃদ্ধি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধি, ঔষুধপত্র সহ চিকিৎসা ব্যয় বৃদ্ধি, বই, খাতা, কাগজসহ শিক্ষা ব্যয় বৃদ্ধি, শিক্ষা শেষে চাকরির অনিশ্চয়তা ইত্যাদির প্রভাবে যখন শ্রমিক-কৃষক-ছাত্র-জনগণের জীবন-জীবিকাকে ক্রমাগত কঠিন থেকে কঠিনতর করে চলেছে তখন মার্কিনের দালাল অন্তবর্তীকালীন সরকারের ভ্যাট দ্বিগুণ থেকে তিন গুণ বৃদ্ধি জনগণের উপর ‘মরার উপর খাড়ার ঘাঁ’ হয়ে এসেছে। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে জনগণের যখন নাভিশ্বাস অবস্থা তখন এধরনের অযৌক্তিক সিদ্ধান্ত মোটেই গ্রহনযোগ্য নয়। বর্তমান অন্তবর্তকালীন সরকার ক্ষমতা গ্রহনের পর নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কৃষি ভিত্তিক শিল্প ও ব্যবসা-বাণিজ্য প্রসারে কোন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ না করে সরকারের রাজস্ব বাড়াতে গিয়ে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত দরিদ্র জণগনের উপর ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থার নীতি-নির্দেশে শর্ত পূরণে দফায় দফায় ভর্তুকি প্রত্যাহার ও মূল্য বৃদ্ধির পাশাপাশি লাগামহীন উর্দ্ধগতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তবর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ভ্যাট বৃদ্ধি পেলেও তা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু ভ্যাট বৃদ্ধির প্রস্তাবের সাথে সাথেই তার প্রভাব বাজারে পড়ছে।

অন্যদিকে সরকার ৪৩ লক্ষ পরিবারের টিসিবির কার্ড প্রত্যাহার করে। যার মধ্য দিয়ে মূলত ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধি পেয়ে সামাজিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলবে। দ্রব্যমূল্যের কষাঘাত, মূল্যস্ফীতিতে সমস্যা সংকুল জীবন জীবিকার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দালাল অন্তবর্তীকালীন সরকারের আইএমএফ এর শর্ত পূরণ করতে শতাধিক পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স বাড়ানোর গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031