শিরোনামঃ-

» সিলেট কল্যাণ সংস্থার ২৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

কালোবাজারীদের হাত থেকে ট্রেনের টিকেট বিক্রয় বন্ধ করার জোর দাবি

ডেস্ক নিউজঃ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৮তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের আলোকে আগামী ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পরবর্তী পর্যালোচনার তারিখ নির্ধারণ করা হয়।

সভায় ট্রেনের টিকেটের অনাকাঙ্খিত সংকট তৈরী করে কালোবাজারীদের হাত থেকে টিকেট ক্রয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

আলোচনাকালে বক্তারা বলেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। মানুষ কিভাবে টিকিট সহজে পেতে পারেন তার নিশ্চয়তা তৈরী করতে হবে। ৭ দিন পরের টিকেট করতে গিয়ে শুনা যায় টিকেট নেই। কিন্তু পাশে দাড়িয়ে মাক্স পরা এক ব্যক্তি জিজ্ঞেস করেন কোথায় যাবেন?

কত তারিখের টিকেট লাগবে? ঐ ব্যক্তি ঠিকই নির্দিষ্ট তারিখে টিকেট সংগ্রহ করে দেয়। প্রতি টিকেটের বিনিময়ে ৩শত থেকে ৪শত টাকা বাড়তি গুণতে হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার কাউন্টারের কম্পিটারের স্কিনে কোন টিকেট নেই প্রতিয়মান।

কিন্তু কাউন্টারের বাহিরে কালোবাজারীদের কাছে টিকেটের অভাব যেন নেই। রেলের টিকেট কাউন্টার ও কালোবাজারীদের যোগসাজসের কারণে ট্রেনের টিকেট সাধারণ যাত্রীরা কালোবাজারীদের হাত থেকে কিনতে বাধ্য হচ্ছেন। এজন্য যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কালোবাজারীদের হাত থেকে ট্রেনের টিকেট বিক্রয় বন্ধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান বক্তারা।

সভায় কালোবাজারীদের হাত থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ৪ উপদেষ্টা (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, প্রচার সম্পাদক মো. সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ বজলুর রশীদ।

সভা থেকে কাউন্টার ও কালোবাজারীদের হাত থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ৪ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানকালে সমাজ সচেতন সর্বস্তরের নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031