শিরোনামঃ-

» বন্যা দুর্গত মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২৪ | রবিবার

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে রবিবার (৭ জুলাই) সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের বরইকান্দি এলাকায় বন্যা দুর্গত অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বন্যার্তদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে যেকোন দুর্যোগ ও দুঃসময়ে সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। চলমান এই ভয়াবহ বন্যায় অতিতের ন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর যুবলীগ।

সিলেটে যেকোন দূর্যোগময় সময়ে সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে ছিলো আগামীতে ও থাকবে। এই মানবিক সহায়তা কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে। যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ সবসময় প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি নুরুল হক, সহ সম্পাদক রিমু খান, আব্বাস আহমদ, সদস্য এমদাদুল হক উবেদ, শেখ মো. আমিন, জামিল আহমদ, রোম্মান আহমদ, সাইফুর রহমান, শফিক মিয়া, সাইদুর রহমান জুনেল, হৃদয় আহমেদ, সুহেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৮ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031