শিরোনামঃ-

» কমরেড দ্বিজেন সোমের মৃত্যুবার্ষিকীতে এনডিএফের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ২৭. জুন. ২০২৪ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ

সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী আপোষহীন কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোম-এর ২১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টায় তাঁর সমাধিস্থলে পুষ্পস্থপবক অর্পণ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।

শ্রদ্ধাঞ্জলি শেষে শপথ বাক্য পাঠ এবং সংক্ষিপ্ত আলোচনা করেন এনডিএফ সিলেট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির অর্থ সম্পাদক নাছির মিয়া, জাতীয় ছাত্রদলের অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি নয়া উপনিবেশিক আধা সামন্তবাদী রাষ্ট্র, বাংলাদেশ সৃষ্টির পর থেকে অদ্যবধি প্রতিটি সরকারই অনেক জাতীয় স্বার্থ বিরোধী প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করছে যা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করে চলছে। ক্ষমতায় আসা বা টিকে থাকার জন্য আমাদের দেশের সরকারগুলো সাম্রাজ্যবাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে।

সম্প্রতি সাম্রাজ্যবাদী স্বার্থে ভারতের সাথে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা, বাংলাদেশকে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদীদের আধিপত্য বিস্তার বৃদ্ধি পেয়ে চলছে।

বাংলাদেশকে নিয়ে সাম্রাজ্যবাদীদের সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালাল পুঁজি বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এবং এর মধ্য দিয়েই কমরেড দ্বিজেন সোমের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

বক্তারা ভারত সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে সামরিক-বেসামরিক সকল জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31