শিরোনামঃ-

» ‘রেড ব্লাড সিলেট’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর সার্বিক তত্ত্বাবধানে ও রেড ব্লাড সিলেটের উদ্যোগে “রক্তের গ্রুপ জানব, রক্ত দান করব’ এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় তিলক সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এই দিনব্যাপী কর্মসূচির আওতায় ২০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন নূরুল হক (আবু)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এল. পি. এস বাংলাদেশ লিমিটেডের সেক্রেটারি মো. লিমন আহমদ।

এসময় তিনি বলেন, ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নেব, সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করব। তিনি ‘রেড ব্লাড’ সিলেট কে ধন্যবাদ জানান এরকম উদ্যোগ নেওয়া জন্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন আহমদ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. লচনু খানম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নয়া বন্দর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আব্দুস শহীদ, জুয়েল খান, তৌরিচ খান, ফজলু খান, ফরাস খান, শাহ আলম খান, লিটন খান।

এ সময় রেড ব্লাড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জামিল হাসান, পরিচালক মিরজান হোসেন মিরাজ, সহকারী পরিচালক ও শান্ত সেন, আহমেদ সবুজ, রুবেল চন্দ্র সরকার, আব্দুল সামাদ, নোমান আহমদ, রাফিয়া জাহান, মো. রেজুয়ান আহমেদ, ট্রপা পাল, শাহিদ আহমেদ নাসির, আফজল হোসেন, ফাহিয়ান শাহ চাঁদ, শাহাদাত হাসান শান্ত, মো. রেদওয়ান আহমেদ নাদিম, মো. সায়েদ আলী, জুবায়ের আহমদ।

রড ব্লাড’ সিলেট সহ-পরিচালক মিরজান হোসেন মিরাজ বলেন যে, ‘রেড ব্লাড’সিলেট ‘শুধু রক্ত বা রক্তদাতা নিয়ে কাজ করে না, তারা সর্বদা সামাজিকভাবে মানুষের পাশে থাকে এবং সাধ্যমতো মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে। তাদের প্রধান লক্ষ্য যুবসমাজকে রক্তদানে উৎসাহিত করা।

‘রেড ব্লাড’ সিলেটের পরিচালক জামিল হাসান বলেন, আমাদের সবার উচিত একে অপরকে সাহায্য করা এরং এর মাধ্যমে সমাজের মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবো।

তাই সবাইকে মনে করিয়ে দিতে চান “সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই”। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সাস্থ্য সেবা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ‘রেড ব্লাড’ সিলেট অর্গানাইজেশনের সদস্যবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930