শিরোনামঃ-

» শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। আর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা প্রধান ভূমিকা পালন করে।

শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে।

শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হচ্ছে।’

কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটিবারাপৈত মাহমুদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা উদ্যোগে বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে সংবর্ধিত ব্যক্তিত্ব সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ একথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জাকারিয়া আহমদের সভাপতিত্বে গত বৃহস্পতিবার মস্তাক আহমদ পলাশের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ-এর সহ সভাপতি আব্দুল মুমিন চৌধুরী মুহিন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু তাইয়ীব শামীম, রহিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সালেহ উদ্দিন, উপাধ্যক্ষ কামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নেজাম উদ্দিন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: আবুল হারিছ, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য মইন উদ্দিন, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য কোহিনুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031