শিরোনামঃ-

» জালালাবাদের বড়গুলে অনৈতিক ব্যবসা বন্ধে পুলিশ কমিশনার বরাবরে আবেদন

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার

ডেস্ক নিউজঃ

সিলেটের জালালাবাদ থানা এলকার বড়গুলে জমজমাট দেহ ব্যবসা ও রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শিবানী রায় নামে এক নারী। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এ ব্যবসায় বেপরোয়া হয়ে উঠেছে ঐ নারী। ফলে এলাকার যুব সমাজ ও শাহজালাল ভার্সিটির ছাত্র-ছাত্রীরা নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী অন্ধকার জগতে পাড়ি জমাচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার বরাবরে দেয়া অভিযোগে এ তথ্য পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, এসএমপির জালালাবাদ থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের বড়গুলের শিবানী রায়ের বাসা শাহজালাল বিশ্ববিদ্যালয় এর শাহপরান ও বঙ্গবন্ধু হলের নিকটে। ফলে সন্ধ্যার পর শিবানীর বাসায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্রছাত্রী অনৈতিক উদ্দেশ্যে প্রতিদিন গভীর রাত পর্যন্ত অবস্থান করে।

এলাকাবাসী কয়েকবার এ সকল অসামাজিক কাজে বাঁধা দিলে তাদেরকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকে শিবানী। তাই ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।

কতিপয় অসাধু পুলিশ ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে অপকর্মের এ আখড়া পরিচালনা করছে শিবানী। ফলে এলাকার উঠতি বয়েসী ছেলে-মেয়ে ও ছাত্র-ছাত্রী চারিত্রিক অধঃপতন সহ নেশাগ্রস্থ হয়ে পড়ছে।

শিবানী রায়ের এ অনৈতিক বাণিজ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট থাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছে।

অভিযোগে আরো প্রকাশ, শিবানী রায়ের এহেন অপকর্ম ও অনৈতিক বাণিজ্যের পৃষ্ঠপোষকতায় রয়েছেন এসএমপির জালালাবাদ থানাধীন ডলিয়ার সেলিম মিয়া, নয়া বাজারের শামীম হোসেন, কতোয়ালী থানাধীন নয়াসড়ক এলাকার ঠিকানা টাওয়ারের ডা. মৃগেন চৌধুরী ও তার ছেলেরা।

এলাকাবাসী শিবানী রায়ের অবৈধ বাণিজ্যের এ আস্তানা বন্ধে এসএমপি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ ও দ্রুততর পদক্ষেপ কামনা করেছেন।

এসএমপি পুলিশ কমিশনার বরাবরে দেয়া লিখিত অভিযোগে স্বাক্ষর করেন, বড়গুল এলাকার বিজয় দাস, মিজানুর রহমান, হিমাংশু দাস, মুহিত দাস সহ কয়েকজন।

সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031