শিরোনামঃ-

» ধর্ম যার যার, রাষ্ট্র সবার : আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশেষ করে সিলেট সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের সমান চোখে দেখেন। তাঁর সরকারের দৃঢ় মনোবল আর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির অক্ষুন্ন রেখে ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই আদর্শে সকলে এক যোগে দেশ গড়ার কাজ করতে হবে।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে বর্ণাঢ্য নগর পরিক্রমা উদ্বোধন শেষে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদ্যাপন পরিষদ সিলেট আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান আলোচক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও জ্যোতি মোহন বিশ্বাস।

শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদ্যাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ডা: বিমল কান্ত সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজল সরকার, ক্ষিতিশ সরকার ও সুবিনয় চন্দ্র মল্লিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, রঙ্গলাল বিশ্বাস, হিরণ মোহন বিশ্বাস, ললিত মোহন বিশ্বাস, অধ্যাপক বিনা সরকার, সিতাংশু বিশ্বাস, নিরেশ বিশ্বাস, মহিম বিশ্বাস, অরুন কুমার বিশ্বাস, রাখাল সরকার, এড. রনজিত বিশ্বাস, প্রভাষক নিহার রঞ্জন রায়, লনি কান্ত বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, নাদুরাম বিশ্বাস, ধনঞ্জয় সরকার, বিজিত রঞ্জন সরকার, প্রাণেশ লাল বিশ্বাস, সুকেন্দ্র বিশ্বাস, শ্যামল চন্দ্র রায়, সবুজ কুমার বিশ্বাস, সজল সরকার, লক্ষণ রায় কাজল, দীলিপ কুমার রায়, ননী গোপাল রায়, কবিতা সরকার, মঞ্জু রাণী রায়, বাসন্তি নন্দি, গৌরাঙ্গ সরকার, অনিল নমঃ, নিরেশ নমঃ, অনিল বিশ্বাস, চাঁনমনি বিশ্বাস, নীলমনি বিশ্বাস, গুনমণি বিশ্বাস প্রমুখ।

পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দক্ষিণ সুরমার শিববাড়ীতে জন্মাষ্ঠমী উপলক্ষ্যে আয়োজিত নগর পরিক্রমায় অংশ নিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30