শিরোনামঃ-

» মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশ বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ 

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৩ | শনিবার

ডেস্ক নিউজঃ
বিচারকার্য গতিশীল করার লক্ষ্যে শনিবার (২৬ আগস্ট) সিলেটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
 সম্মেলনে সভাপতিত্ব করেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ।
বিচার প্রার্থী জনগণকে আইনের সেবা দিতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সহজেই সমাধান সম্ভব।
পুলিশ বিভাগ প্রতিনিয়ত বিচার প্রার্থী সাধারণ জনগণের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি বিচারকার্যে জড়িত অন্যান্য সকল এজেন্সি ও বিভাগসমূহ সহযোগিতা করে আসছেন।
সিলেটে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ  এসব কথা বলেন।
বিচারকার্য আরো গতিশীল করার জন্য সবার  আন্তরিক সহযোগিতার প্রয়োজন বলে আশাবাদ ব্যক্ত  করেন তিনি।
সম্মেলন বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সকল প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স।
অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) এ. এস. এম. কাসেম, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) সুজ্ঞান চাকমা, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার  মো: শহিদ উল্লাহ, পুলিশ সুপার (পিবিআই) মুহা: খালেদ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: সেলিম, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াহাব, জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মামুনুর রশিদ, ফরেস্ট রেঞ্জার মো: শহীদুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. স্নিগ্ধা তালুকদার, সিনিয়র জেল সুপার মোঃ সাখাওয়াত হোসেনসহ সিলেট জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জগণ৷

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031