শিরোনামঃ-

» নূপুর বেতার শ্রোতা ক্লাবের বিজয় সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ: এড. মিসবাহ সিরাজ

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের ২৬ মার্চ ঝাপিয়ে পড়ে এদেশের দামাল ছেলেরা। তাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ও ৩০ লক্ষ শহীদের রক্তের এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালী জাতি অর্জন করেছিলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব। যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরো বলেন, একদিনে বাংলাদেশ স্বাধীন হয়নি, মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র ৯ মাসের লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর লাল সবুজের পতাকা। বাঙালী জাতির হাজার বছরের ইতিহাসে নিঃসন্দেহের সবচেয়ে গৌরবময় সর্বশ্রেষ্ট অধ্যায় আমাদের এই মুক্তিযুদ্ধ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা মুক্তিযুদ্ধাদের। তিনি হাজার বছরের ঐতিহ্যে লালিত দেশীয় সংস্কৃতিকে বিশ্বপরিমন্ডলে তুলে ধরতে মুক্তিযোদ্ধা বেতার শিল্পী ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান করায় নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটকে ধন্যবাদ জানান।
তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের উদ্যোগে বিজয় সাংস্কৃতিক উৎসব, মুক্তিযোদ্ধা বেতার শিল্পী ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের সভাপতি শিল্পী তুহিন আহমেদ।
নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের উপদেষ্টা ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে ও প্রিয়াঙ্কা দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এ. হান্নান, বিশিষ্ট ক্রীড়াবিদ ফারজানা মিসবাহ, বিশিষ্ট সমাজসেবক হাজী হাবিবুর রহমান মজলাই, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন রশীদ, আমিরুল হোসেন চৌধুরী আমনু।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী শাহাব উদ্দিন আহমদ, শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শিল্পী বাউল ফকির মাহমুদা, গণসঙ্গীত শিল্পী ফকির মাহবুব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম ফেনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাদিকুর রহমান সাদিক, হিফজুর রহমান পারভেজ সহ নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের সদস্যবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031