- মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সৈয়দ তৌফিকুল হাদী
- কুমারপাড়ায় লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
- মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মা সমাবেশ অনুষ্ঠিত
- সিলেটে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন
- মানবিক সিলেট গড়তে বেশি গুরুত্ব দেবো : মাহমুদুল হাসান
- নির্বাচিত হলে মেয়র আরিফুল হকের অভিজ্ঞতা কাজে লাগাবো : নজরুল ইসলাম বাবুল
- ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ১৪ দলের সমর্থন
- সিলেটের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করবো : মাহমুদুল হাসান
- জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেট’র বৃত্তি প্রদান ও শুকরিয়া মাহফিল
» সিফডিয়া’র উদ্যোগে আত্মহত্যার প্রবণতা রোধ’ বিষয়ক সেমিনার
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২২ | শনিবার

আত্মহত্যার প্রবণতা দূরীকরণে সুদৃঢ় পারিবারিক বন্ধন ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ আবশ্যকীয় : শফিউল আলম চৌধুরী নাদেল
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আত্মহত্যার প্রবণতা আমাদের সমাজে মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে।
মানসিক ভারসাম্যহীনতা, পারিবারিক কলহ, নৈতিক অবক্ষয় এবং হতাশা থেকেই আত্মহত্যার প্রবণতা সৃষ্টি হয়। এজন্যে আত্মহত্যার প্রবণতা দূরীকরণে সুদৃঢ় পারিবারিক বন্ধন-স্নেহ-মমতা-সহমর্মিতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ মেনে চলা আবশ্যকীয়।
গণমাধ্যম ও সমাজ উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে ‘আত্মহত্যার প্রবণতা রোধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার সভাপতিত্বে শনিবার (১৫ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কোয়ান্টাম মেডিটেশন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা মোঃ সীতাব আলী, স্বাগত বক্তব্য রাখেন সিফডিয়ার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আবদুল বাতিন ফয়সল।
সেমিনারে সিলেটের সাহিত্য-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এরকম একটি সেমিনার আয়োজনের জন্য সিফডিয়াকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে কোয়ান্টাম মেডিটেশন বিশেষজ্ঞ বীরমুক্তিযোদ্ধা মোঃ সীতাব আলী বলেন, আত্মহত্যা একটি সমাজ এবং দেশের জন্য ভয়াবহ অভিশাপ। আত্মহত্যা পুরো বিশ্বের মানুষের সাথে ষড়যন্ত্রের শামিল।
যে কেউ নিজেকে হত্যা করে, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করে বসে। নৈতিক মূল্যবোধের অভাবেই মূলত আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এ ব্যাপারে পারিবারিকভাবে অধিক সচেতন হলে একে রোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা বলেন, আত্মহত্যা আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয়। এটা মানবজাতির জন্য চরম লাঞ্ছনার বিষয়।
মহান আল্লাহর সৃষ্ট প্রাণ সংহার করার অধিকার কারো নেই। এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পরকালীন ভয়াবহবতার কথা ভেবে হলেও এ থেকে বিরত থাকতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- শিল্পকলা একাডেমি আয়োজিত বিভাগীয় নৃত্য উৎসবে বিমোহিত দর্শক
- আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেট’র আলোচনা সভা, র্যালি ও নৃত্যানুষ্ঠান
- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র কেন্দ্রীয় কমিটি গঠন
- রজতজয়ন্তীতে বর্ণাঢ্য র্যালী; সুধীজনের মিলনমেলা