শিরোনামঃ-

» সিলেটের পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে ২৩৩তম মাসিক সেমিনার আজ

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃসিলেটের পুরানলেনস্থ শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীশ্রী গীতামন্দিরে ২৩৩তম মাসিক গীতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে শ্রীমদ্ভগবদগীতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপনা করবেন সিলেট শিক্ষা বোর্ডের অডিটর/সেকশন অফিসার  শ্রী দেবল চন্দ্র দাশ। শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শ্রী মনোজ বিকাশ দেবরায় এর সভাপতিত্বে ও শ্রীযুক্তা কংকন আচার্য্যের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী গীতামন্দিরের পরিচালনা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. শ্রী মৃগেন কুমার দাশ চৌধুরী। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী শিবব্রত ভৌমিক চন্দন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীহট্ট ব্রাহ্মণ পরিষদের সভাপতি এডভোকেট শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস, টি এন্ড টি সিলেট অফিসের শ্রী প্রসন্ন কুমার সিংহ এবং করের পাড়া সিলেটের সংস্কৃতিসেবী শ্রী পরাগ রেনু দেব তমা।

উক্ত শ্রীশ্রী গীতামন্দিরে ২৩৩তম মাসিক গীতা বিষয়ক সেমিনারে উপস্থিত থাকার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তগণকে অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির সম্পাদক শ্রী অশোক রঞ্জন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930