শিরোনামঃ-

» সিলেটে বন্যার্তদের পাশে হোপ ফাউন্ডেশন বাংলাদেশ

প্রকাশিত: ২৮. জুন. ২০২২ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হোপ ফাউন্ডেশন কক্সবাজার, বাংলাদেশ।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডশনের উদ্যোগে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার অর্থায়নে গত ৮ দিন থেকে সিলেটের বিভিন্ন এলাকায় খাদ্য, চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরন করে আসছে। এই ধারাবাহিকতা চলবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।

মঙ্গলবার (২৮ জুন) সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁ এলাকায় সহস্রাধিক মানুষকে এধরনের সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডশনের প্রজেক্ট ম্যানেজার মো. রুহুল আমিন, হোপ ইমার্জেন্সি রেসপন্স টিমের টিম লিডার মুহিবুল ইসলাম মিছবা, ডা. তানভীন হোসেন জিসান, ডা. মো. ফয়সল সহ কয়েকজন নার্স, মেডিকেল সহকারি সহ মোট ১৪ জনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিনে সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হোপ ফাউন্ডেশন প্রায় দশ হাজার মানুষকে খাদ্য, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930