শিরোনামঃ-

» ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৭. এপ্রিল. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম. ইলিয়াস আলী ও গাড়ি চালক আনছার আলী সন্ধানের দাবিতে রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি যুব-ছাত্র সংগ্রাম পরিষদ।

মানবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। মানববন্ধনে বক্তব্য রাখেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এড. মুমিনুল ইসলাম মুমিন, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনছারী, সৈয়দ সরওয়ার রেজা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আহসান হাবিব, জহিরুল ইসলাম আলাল, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াছিন হোসাইন জয়, ৭নং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লায়েক আহমদ, ২২নং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ আহমদ অনিক।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, সৈয়দ সহিদ হোসেন সাবু, দুলাল আহমদ, সালেহ আহমদ, সৈয়দ আব্দুল মনাফ, রুবেল বক্স, আব্দুল আমিন, জামাল আহমদ, ঝলক আর্চায্য, কৃষ্ণ ঘোষ, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার হোসেন সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, গুম পরিবারে সদস্য গুম হওয়া জুনেদ আহমদের ছোট ভাই মঈন উদ্দিন মঈনুল, বিএনপি নেতা আঙ্গুর আলম, যুবদল নেতা নাদিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ওয়ার্ড আহবায়ক যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলা উদ্দিন মনাই, হোসেন আহমদ তালুকদার, সুলতান বক্স মনসুর, তানিমুল ইসলাম তানিম, আব্দুস সালাম, আব্দুল মুকিত মুকুল, নুরেছ আলী, ফয়সল আহমদ চৌধুরী, তারেক আহমদ তাজ, তারেক মনোয়ার, শামীম আহমদ, হোসাইন আহমদ, হারুন আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আহাদ, বাবুল আহমদ, এস কে আলাল, শেখ শফিকুল ইসলাম, মাসুম আহমদ, সুলতান আহমদ।

জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, এম. এ হানিফ, জিয়া চৌধুরী লাভলু, জুনেদ আহমদ, সাহেদ খান, রাশেদ শিকদার, রুহেল আহমদ, রাজিব আহমদ, জাছিম আহমদ রাফি, বাবুল আহমদ, নাজমুল ইসলাম আখল, শেখ নাদিম উদ্দিন, আব্দুর রহমান, হাবিব, আনোয়ার হোসেন, এস এ রুবেল, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক দিনা রহমান, মহিলা দল নেত্রী জুবেরা জান্নাত, মজমুন নেছা, সুরাইয়া বেগম প্রমুখ।

সভায় বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন বাংলাদেশে ইলিয়াস আলীর মতো একজন জাতীয় নেতা আজ ১০ বছর ধরে গুম অবস্থায় রয়েছেন, তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না এটা জাতী হিসেবে আমাদের জন্য লজ্জার। সভায় বক্তরা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান দাবি জানান।

ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতৃবৃন্দকে অবিলম্বে ফিরিয়ে না দিলে সময়ের ব্যবধানে শেখ হাসিনা সরকারকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, সেদিন বেশি দুরে নয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930