শিরোনামঃ-

» বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২০. মার্চ. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সেক্টর কমান্ডার ও চেয়ারম্যান, গভর্নিং বডি কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ও সুস্থ বিনোনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। খেলায় জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণই বড়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে সবার প্রতি রইল আমার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।

আশা করি তোমাদের ও সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং নিজেকে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করতে সক্ষম হবে।

রবিবার (২০ মার্চ) বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বিজিবি সিলেট সেক্টরে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনায়াতুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধিনায়ক ৪৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল শরীফ আহম্মেদ, পিএসএস ও অধিনায়ক ১৯ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসএস, অতিরিক্ত পরিচালক মেজর সাইফুল ইসলাম, পিএসএস বিজিবি সিলেট সেক্টর ও অন্যান্য অতিথিবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, ধর্মীয় শিক্ষক ফরিদ আহমদ, গীতা থেকে পাঠ করেন সিনিয়র শিক্ষক স্বপন কান্তি শর্মা।

অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক হাসান আল শামছুজ্জামান ও জাহেদ হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031