শিরোনামঃ-

» সাদি’র সেঞ্চুরি ও কামরুলের হাফ সেঞ্চুরিতে জিমখানার জয় ১৮২ রানে

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২২ | বুধবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে বড় জয় পেলো জিমখানা। সাদির সেঞ্চুরি আর কামরুলের হাফ সেঞ্চুরিতে ১৮২ রানের বড় ব্যবধানে দলটি হারিয়েছে জালালাবাদ ক্লাবকে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ আগে ব্যাট করা জিমখানা ক্লাব ৩১৩ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা জালালাবাদ ক্লাব মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় জাবেদদের বোলিং তোপে।

টস জিতে ব্যাট করতে নামা জিমখানা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৩ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে সাদি শতক হাঁকান। দশ চার ও তিন ছক্কায় ১০৭ বলে ১০২ রান করেন এই ওপেনার। ছয় চারে ৯৪ বলে ৬১ রান করেন কামরুল। তিন চার ও তিন ছয়ে ২৮ বলে ৪২ রান করেন গালিব। ৩৯ রান আসে সাঈদের ব্যাট থেকে।

জালালাবাদ ক্লাবের হয়ে তাহমিদ ও মাহদিন ২টি করে উইকেট লাভ করেন।

৩১৪ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নামা জালালাবাদ ক্লাব ৪৭.১ ওভারে মাত্র ১৩১ রান তুলতেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন মাহিন। প্রমিস করেন ২৫ রান। ১৫ রান করেন সুমান। দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি অন্য কোন ব্যাটাম্যানের।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930