শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখার ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠান

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২১ | বুধবার

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: নিশারুল আরিফ

স্টাফ রিপোর্টারঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতা অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা হয়েছে।
স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সব তথ্য ও প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। তিনি সংশ্লিষ্টদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখা আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও অংশুমান দত্ত অঞ্জুন এবং নন্দিতা দত্তের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, সাবেক এমপি মো. মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু সহ আরো অন্যান্যরা।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মুক্তিযুদ্ধ উৎসব।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031