শিরোনামঃ-

» দিশারী স্কুল এন্ড কলেজের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২১ | সোমবার

শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা নিজের জীবন বাঁজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। তাদের এই ঋণ কোনদিন শোধ হবার নয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাঙালী জাতি হিসেবে আমরা গর্ববোধ করতে পারি।

তিনি সোমবার (২০ ডিসেম্বর) সকালে নগরীর কালীবাড়িস্থ দিশারী স্কুল এন্ড কলেজের মদিনা মার্কেট ক্যাম্পাসের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কালীবাড়ি ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হবো। তবে, এক্ষেত্রে শিক্ষার্থীদের অবদান অপরীসিম। সঠিক শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরা স্বণির্ভর দেশ গঠনে অবদান রাখবে এটা আমার বিশ্বাস।

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার, দিশারী স্কুল এন্ড কলেজের সমন্বয়ক সঞ্জিব চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিলেট মেট্রোপলিটন ল‘ কলেজের উপাধ্যক্ষ ড. এডভোকেট শহীদুল ইসলাম শহীদ, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ বলাই দত্ত।

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম করেরপাড়ার সভাপতি রিপন এষ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নীলোৎপল চক্রবর্তী, উপাধ্যক্ষ বিভাষ কান্তি তালুকদার, সঙ্গীত শিল্পী কনোজ কান্তি ভট্টাচার্য্য।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ধর্ম শিক্ষক ফরিদ আহমদ। গীতা পাঠ করেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক রাকেশ চন্দ্র শর্ম্মা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শাহেদ আহমদ, ব্যাংকার মিল্টন শর্ম্মা, প্রধান শিক্ষক নিকেতন দাস, ড. চিন্ময় চৌধুরী মিটুন, ইশরাক উদ্দিন, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, মহানগর যুবলীগ নেতা তপু দাস কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি ফিতা কেটে দিশারী স্কুল এন্ড কলেজের কালীবাড়ি ক্যাম্পাস এর উদ্বোধন করেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরে অতিথিবৃন্দ চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031