শিরোনামঃ-

» সাবেক মেয়র কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের পরিবারের পাশে হাফিজ মজুমদার এমপি

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের শূন্যতা সহজে পূরন হবার নয়।

বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্টা ও সিলেটের উন্নয়নে তারা যে ভূমিকা পালন করেছেন তা সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরন করবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁদের খোজ খবর নেন।

হাফিজ আহমদ মজুমদার  সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে যাওয়ায় উভয় পরিবারের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মো: লোকমান উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ।

উভয় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরান, এডভোকেট লুৎফুর রহমানের ছেলে লন্ডন প্রবাসী লুৎফুল কবির, শাবির অধ্যাপক লুৎফুর এলাহী প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930